নিজস্ব প্রতিনিধি: আজ ৮ জানুয়ারী শুক্রবার থেকে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শুরু হচ্ছে ঘাটাল শ্রমিক মেলা। চলবে ৯ জানুয়ারী পর্যন্ত। প্রত্যেকদিন দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে মেলা, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি ঘাটালে এই মেলা বরাবরই হয়ে আসছে। মূলত শ্রমিকদের নানান অধিকার ও তাদের সামাজিক সুরক্ষার নানান দিক তুলে ধরাই এই মেলার উদ্দেশ্য বলে জানা গেছে। মেলায় থাকছে সরকারি দপ্তরের বিভিন্ন স্টল। এই নিয়ে জেলার ডেপুটি লেবার কমিশনার বিতান দে বলেন, সমস্ত রকম কোভিড প্রটোকল মেনেই মেলার আয়োজন করা হয়েছে। সকলের জন্য থাকছে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা। মেলার মঞ্চ থেকেই শ্রম দপ্তরের উপভোক্তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা তুলে দেওয়া হবে।