এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া নিষিদ্ধ বোমা ও আতসবাজিগুলি নিষ্ক্রিয় করল বোম্ব স্কোয়াড 

Published on: July 27, 2022 । 6:59 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: পুলিশের অভিযানে উদ্ধার হওয়া বেশ কিছু নিষিদ্ধ বোমা ও আতসবাজি নিষ্ক্রিয় করা হল। আজ ২৭ [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] জুলাই বুধবার বেলা ১২ টা নাগাদ ঘাটালের ঝুমি নদীর চরে ওই সমস্ত বোমা, পটকা  আতসবাজিগুলি নিরাপত্তার সঙ্গে নিয়ে যাওয়া হয়। বোম ডিস্পোজাল স্কোয়াড, ঘাটাল থানার পুলিশ, দমকল বাহিনী ও মেডিক্যাল টিমের উপস্থিতিতে নিষ্ক্রিয় করা হয় বাজেয়াপ্ত বোমগুলি। ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে বোমগুলি উদ্ধার করেছিলাম। সেগুলি একটি জায়গায় রাখা হয়েছিল, আজ সেগুলি নিয়ম মেনে নিষ্ক্রিয় করা হল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।