সন্তু বেরা: বেলিয়াঘাটা-নিমতলার মাঝে লরি উল্টে রাস্তায় তীব্র যানজট। শীতের রাতে বহু পথচলতি মানুষ বাড়ি ফেরার পথে আটকে পড়েছেন। আজ রাত্রি আটটা নাগাট ঘটনাটি ঘটে। খারাপ রাস্তার গর্তে লরিটির চাকা পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়। যান চলাচল কখন স্বাভাবিক হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
লরি উল্টে ঘাটাল-পাঁশকুড়া সড়ক অবরুদ্ধ
Published on: January 14, 2020 । 8:58 PM






