ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুরে মাটি খুঁড়তেই মিলছে ভোজ্য তেল। ভিড় গ্ৰামবাসীদের

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাস্তার ধারে মাটি খুঁড়লেই জমে আছে ভোজ্য তেল। ঘটি বাটি নিয়ে সে তেল তুলতে ব্যস্ত গ্রামবাসীরা। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বেলা বাড়ার সাথে বাড়ছে মানুষের সংখ্যা। ইতি মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জগন্নাথপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রাস্তার ধারে মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে ভোজ্য তেল দাবি গ্রামবাসীদের। আজ ১০ জুন শনিবারের সকাল থেকেই সে তেল সংগ্রহে ব্যস্ত গ্রামের মানুষ। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ঘাটাল-পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জগন্নাথপুর পেট্রোল পাম্পের কাছে এক লরি দুর্ঘটনার কবলে পড়ে। লরিটি ঘাটালের দিকে যাচ্ছিল। পিছন থেকে অজ্ঞাত অন্য এক লরি এসে ওই লরিকে ধাক্কা দিয়ে পালায়। লরির চালক ও খালাসি জখম হয়। খালাসির চোট গুরুতর ছিল। রাতেই দাসপুর থানার কর্তব্যরত পুলিশ খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্থ লরিটিতে ভোজ্য তেল বোঝাই ছিল।  এই দুর্ঘটনার জেরে লরির বেশিরভাগ তেলের ড্রাম ফেটে লরি থেকে তেল গড়িয়ে পড়তে থাকে। লরিটে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে উঁচু জায়গায় থাকার ফলে সে তেল গড়িয়ে রাস্তার ধারে মাটির তলায় জমা হয়। শনিবারের সকালে খবর পেয়ে গ্রামবাসীরা সে তেল মাটি খুঁড়ে সংগ্রহ করতে শুরু করে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/