এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

এখনও নতুনের গন্ধ ম ম করছে,কয়েক মাসেই হাল বেহাল ঘাটাল পাঁশকুড়া সড়কের

Published on: August 31, 2024 । 10:14 AM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সারাতে না সারাতেই খারাপ। সবে মাত্র ঘাটাল-পাঁশকুড়া সড়কটি নতুন করে সংস্কার হয়েছে। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের নবনির্মিত ৩২ কিলোমিটার রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে ঘাটাল থেকে মেছোগ্রাম পর্যন্ত এই ৩২ কিলোমিটার নবনির্মিত রাস্তাটি ১২ মার্চ হাবড়ার প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে রাস্তাটির বিভিন্ন জায়গায় পিচ উঠে খারাপ হতে শুরু করায় ক্ষুব্ধ জনসাধারণ থেকে পথচারীরা। প্রশ্ন উঠেছে, নিম্নমানের সমগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।

দাসপুর থানার জগন্নাথপুর ও গৌরার মাঝে রাস্তাটির আরও বেহাল দশা। নতুন পিচ ঢালার পর ছয় মাসও কাটেনি এরই মধ্যে রাস্তার পিচ উঠে মাটি বেরিয়ে পড়েছে। কোনো কোনো জায়গায় পিচ বসে গিয়ে গর্তের আকার ধারণ করেছে।

পথ চলতি মানুষেরা জানান, রাস্তার অবস্থা যা দেখা যাচ্ছে, সারাবছরই এই সড়কটিতে সারানোর কাজ চালিয়ে রাখতে হবে। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। পিচ আর জমাট হয়ে নেই, এক্কেবারে বালির মত ঝরে পড়ছে।কোথাও বা রাস্তার আকার বিকৃত হয়ে গিয়েছে। বাইক বা অন্যান্য ছোট যানবাহন এই জায়গাদিয়ে গেলেই দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।

দাসপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সুনীল ভৌমিক জানান, বর্তমানে রাস্তাটি ঠিকাদার সংস্থার আন্ডারে রয়েছে যত দ্রুত সম্ভব রাস্তার মেরামতির কাজ করা হবে।

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now