নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বেসামাল পুলিশের উর্দি ধারী এক ব্যক্তি সাথে আছে দুই সাগরেদ। মদ্যপ অবস্থায় টলমল করেই লরি,বিভিন্ন গাড়ি বাইক এমনকি সাইকেল দাঁড় করিয়েও টাকা তোলার অভিযোগ। শুধু তাই নয় পথে যাতায়াতকারীদের উপরি পাওনা গালিগালাজ। বুধবারের বিকেলে প্রায় ৩টা থেকে এমন ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানা এলাকার সামাটের রামগড় চাতাল এলাকায়। স্থানীয়দের পাশাপাশি পথচারীদের অভিযোগ বিকেলে হঠাৎই এই ব্যক্তি দুজন যুবককে সাথে নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে তাদের থেকে টাকা চাইছে। ওই উর্দি ধারী পুলিশের পাশাপাশি তার দুই সাগরেদও একেবারে মদ্যপ অবস্থায় ছিল। তবে ক্যামেরা দেখেই ওই দুই যুবক এলাকা ছেড়ে পালায়। উত্তেজিত পথচারীরা একেবারে ক্ষেপে যায় ঘিরে ধরে ওই উর্দি ধারীকে। ওই উর্দি ধারী জানান তিনি মেদিনীপুর পুলিশ লাইনে আছেন। ডিউটি সেরে এই রামগড় চাতাল এলাকায় একটু নেশা করেছেন আর কিছু না। পরে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং ওই উর্দিধারিকে থানায় তুলে নিয়ে যায়। তবে এখনও অধরা তার সাগরেদ দুই যুবক। বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন,বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।











