নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: টানা ৫ দিন জলে ডুবে। ত্রাণ নেই পানীয় জল(drinking water) নেই। ঘাটালের বিভিন্ন এলাকায় ত্রাণের(relief) ছড়াছড়ি পৌঁছে যাচ্ছেন সাংসদ(MP) দেব। কিন্তু জলে ডুবে চরম সমস্যায় দাসপুরের(Daspur) সামাট, হোসেনপুরের বন্যার্ত মানুষ। পানীয় জল, ত্রাণ ও বিদ্যুতের(electricity) দাবিতে ঘাটাল মেদিনীপুর সড়কে(Ghatal Medinipur road) দাসপুর থানার সামাটে শতাধিক বন্যার্তদের পথ অবরোধ। আজ সোমবারের সকাল প্রায় সাড়ে ৬টা থেকে অবরুদ্ধ এই সড়ক। অবরোধকারীদের দাবি দাসপুরের এই অংশে কিচ্ছু ত্রান পৌঁছায়নি। ত্রাণের ছড়াছড়ি শুধুমাত্র ঘাটালে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









