এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালেই শুধু বন্যা? দাসপুরে? পানীয়জল নেই বিদ্যুৎ নেই! ঘাটাল মেদিনীপুর সড়কে পথ অবরোধ

Published on: September 23, 2024 । 11:27 AM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: টানা ৫ দিন জলে ডুবে। ত্রাণ নেই পানীয় জল(drinking water) নেই। ঘাটালের বিভিন্ন এলাকায় ত্রাণের(relief) ছড়াছড়ি পৌঁছে যাচ্ছেন সাংসদ(MP) দেব। কিন্তু জলে ডুবে চরম সমস্যায় দাসপুরের(Daspur) সামাট, হোসেনপুরের বন্যার্ত মানুষ। পানীয় জল, ত্রাণ ও বিদ্যুতের(electricity) দাবিতে ঘাটাল মেদিনীপুর সড়কে(Ghatal Medinipur road) দাসপুর থানার সামাটে শতাধিক বন্যার্তদের পথ অবরোধ। আজ সোমবারের সকাল প্রায় সাড়ে ৬টা থেকে অবরুদ্ধ এই সড়ক। অবরোধকারীদের দাবি দাসপুরের এই অংশে কিচ্ছু ত্রান পৌঁছায়নি। ত্রাণের ছড়াছড়ি শুধুমাত্র ঘাটালে।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।