ঘাটাল: মনশুকা-১ গ্রামপঞ্চায়েত এলাকার বুথ ভিত্তিক ফলাফল

কুমারেশ চানক: ঘাটাল ব্লকের মনশুকা-১ গ্রামপঞ্চায়েত এলাকার বুথ ভিত্তিক ফলাফল। ৫৩- দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয় রুম-১:• সিপিএম-১৩, • বিজেপি-৩৪৪, •তৃণমূল-২২১, •এসইউসিআই-২, নির্দল-২, •নোটা-২। ৫৪- দীর্ঘগ্রাম শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয় রুম-২:• সিপিএম-১৮, • বিজেপি-৩৮২, •তৃণমূল-২৩৪, •এসইউসিআই-২, নির্দল-২, •নোটা-৪। ৫৫– বরকতিপুর পার্ট বেসিক স্কুল: • সিপিএম-৮ • বিজেপি-৩৭৫, •তৃণমূল-২১৮, •এসইউসিআই-৭, নির্দল-৫, •নোটা-৫। ৫৫এবরকতিপুর পার্ট বেসিক স্কুল: • সিপিএম-১২ • বিজেপি-৩৬৪, •তৃণমূল-১৭২, •এসইউসিআই-৪, নির্দল-৯, •নোটা-২। ৫৬– মেঠেলা প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-১৫ • বিজেপি-২৯০, •তৃণমূল-১৮৭, •এসইউসিআই-৫, নির্দল-৩, •নোটা-৫। ৫৬এ– মেঠেলা প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-১৮ • বিজেপি-২৬৫, •তৃণমূল-২৩১, •এসইউসিআই-৬, নির্দল-৭, •নোটা-৩। ৫৭– খড়কপুর প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-১৮ • বিজেপি-৪২৯, •তৃণমূল-৩০০, •এসইউসিআই-৫, নির্দল-৫, •নোটা-৪। ৫৮– তৈয়রপাড়া প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-১৭ • বিজেপি-৪৬৫, •তৃণমূল-১৩৮, •এসইউসিআই-৭, নির্দল-৫, •নোটা-৪। ৫৯– মনশুকা এল.এন উচ্চ বিদ্যালয়: • সিপিএম-২৫ • বিজেপি-৪৬০, •তৃণমূল-২৮৭, •এসইউসিআই-৫, নির্দল-৩, •নোটা-২। ৬০– পার্বতীচক প্রাথমিক বিদ্যালয় রুম-১: • সিপিএম-১২ • বিজেপি-২৭২, •তৃণমূল-২৯২, •এসইউসিআই-৩, নির্দল-৪, •নোটা-৩। ৬১– পার্বতীচক প্রাথমিক বিদ্যালয় রুম-২: • সিপিএম-৮ • বিজেপি-২৪২, •তৃণমূল-১৬৯, •এসইউসিআই-৩, নির্দল-৩, •নোটা-১। ৬২– কিশোরচক আই.সি.ডি.এস. সেন্টার: • সিপিএম-৫৪ • বিজেপি-৩৯৫, •তৃণমূল-২৩৮, •এসইউসিআই-১, নির্দল-৩, •নোটা-৩। ৬৩– কিশোরচক প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-৪৭ • বিজেপি-৩৯৯, •তৃণমূল-২৪১, •এসইউসিআই-২, নির্দল-৪, •নোটা-২। ৬৪– বাঘানালা প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-৪ • বিজেপি-২৩২, •তৃণমূল-১৫৪, •এসইউসিআই-৩, নির্দল-১, •নোটা-৫। ৬৫– মাধবচক প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-১৮ • বিজেপি-৩২৯, •তৃণমূল-২৭২, •এসইউসিআই-৩, নির্দল-৬, •নোটা-৩। ৬৬– বলরামপুর নতুন প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-১০ • বিজেপি-২৫১, •তৃণমূল-২২২, •এসইউসিআই-৫, নির্দল-৯, •নোটা-২। ৬৬– বলরামপুর স্পেসাল কেডার প্রাথমিক বিদ্যালয়: • সিপিএম-১০ • বিজেপি-২১০, •তৃণমূল-৩১৯, •এসইউসিআই-১৯, নির্দল-৭, •নোটা-৩।👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।