ঘাটাল মহকুমা শাসক ২৬ জানুয়ারি অনেককেই ‘ঘাটাল মহকুমা সম্মান-২০২২’ দিচ্ছেন

তৃপ্তি পাল কর্মকার: কর্মক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ঘাটালের মহকুমার গ্রামপঞ্চায়েত এবং ব্লকগুলির কর্মদক্ষতার নিরিখে তাঁদের স্বীকৃতি দিয়ে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড গ্রাউন্ড ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠ থেকে তাঁদের বিশেষভাবে সম্মানিত করা হবে বলে মহকুমা

শাসক জানিয়েছেন। ২৬ জানুয়ারিকে সামনে রেখে যে সমস্ত প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় যারা পুরস্কার পাচ্ছেন তাঁদের নামগুলো প্রথমে দেওয়া হল।
•জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা:অনল চক্রবর্তী (প্রথম) এবং মলি শাসমল (দ্বিতীয়) । তৃতীয় পুরস্কার কাউকে দেওয়া হচ্ছে না। •‘স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুর’ বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা:সুরজিৎ ঘোষ (প্রথম),বিশ্বজিৎ ভৌমিক(দ্বিতীয়) এবং শিউলি মোদক(তৃতীয়)। •‘স্বাধীনতা আন্দোলনে

মেদিনীপুর’ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা:  সুকন্যা লাহা(প্রথম),  অনুভ মাইতি(দ্বিতীয়) এবং অনুষ্কা মাইতি (তৃতীয়) •‘ন্যাচার অব ঘাটাল’ ফটোগ্রাফি প্রতিযোগিতা:কৌশিক সাঁতরা (প্রথম),কার্তিক দোলই(দ্বিতীয়)  এবং সৌমেন মিশ্র (তৃতীয়)। •বেস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সম্মানিত হচ্ছেন: কমলকান্ত কার্ফার(চন্দ্রকোণা-১), শ্যামসুন্দর পান্ডা(চন্দ্রকোণা-২), অনুপম শী(দাসপুর-১), বিমল ভুঁইয়া(দাসপুর-২) এবং সুকুমার মাজি(ঘাটাল)। •বেস্ট সচিব: ভীম হেমব্রম (চন্দ্রকোণা-১), অভিজিৎ ঘোষ(চন্দ্রকোণা-২), মহাদেব প্রধান(দাসপুর-১), বংশীবদন প্রামাণিক(দাসপুর-২) এবং মানস ভৌমিক (ঘাটাল)।•বেস্ট নির্মাণ সহায়ক: সৌমিত্র কর্মকার(চন্দ্রকোণা-১), স্বপনকুমার রানা(চন্দ্রকোণা-২),দীপরঞ্জন চক্রবর্তী(দাসপুর-১),স্বর্ণগোপাল মালস(দাসপুর-২) এবং তরুণ সরকার(ঘাটাল)। •বেস্ট গ্রামরোজগার সেবক: পীযুষকান্তি ঘোষ(চন্দ্রকোণা-১),সৌমেন হাজরা (চন্দ্রকোণা-২),রাজা রাউৎ(দাসপুর-১),তাপসকুমার সামন্ত(দাসপুর-২) এবং অভিষেক সাঁতরা(ঘাটাল)। বেস্ট ভিএলই: সুব্রত চট্টোপাধ্যায়(চন্দ্রকোণা-১), পার্থপ্রতিম প্রামাণিক(চন্দ্রকোণা-২), উজ্জ্বল  মোদক(দাসপুর-১),নির্মলকুমার মাজি(দাসপুর-২) এবং সন্দীপ রানা (ঘাটাল)। বেস্ট স্কিল টেকনিকাল পার্সন: নেই (চন্দ্রকোণা-১), সুমিতকুমার সামুই (চন্দ্রকোণা-২), পলাশ বাগ (দাসপুর-১),গোপালচন্দ্র জানা(দাসপুর-২) এবং শেখ সাদ্দাম হোসেন (ঘাটাল)। বেস্ট সহায়ক:  নিত্যনায়ায়ণ রায়(চন্দ্রকোণা-১), পোপোরানি চৌধুরী (চন্দ্রকোণা-২), দেবপ্রসাদ কোটাল(দাসপুর-১), নারায়ণ চৌধুরী(দাসপুর-২) এবং কৃষ্ণপদ সাহু (ঘাটাল)। বেস্ট জিপিকে: সৌমিত্র পাল(চন্দ্রকোণা-১),  নেই (চন্দ্রকোণা-২),সবুজ চক্রবর্তী (দাসপুর-১),কার্তিকচন্দ্র পাল(দাসপুর-২) এবং বিশ্বনাথ কুরেল। •টোটাল পার্সন ডে ব্লক: দাসপুর-২। টোটাল পার্সন ডে গ্রামপঞ্চায়েত: ভগবন্তপুর-২, মানিককুন্ডু এবং জাড়া। •অ্যাভারেজ পার্সন ডে ব্লক: চন্দ্রকোণা-২। অ্যাভারেজ পার্সন ডে গ্রামপঞ্চায়েত: ভগবন্তপুর-১, ভগবন্তপুর-২ এবং লক্ষ্মীপুর।  •বেস্ট ভ্যাকসিনেশন ব্লক: দাসপুর-১(প্রথম) এবং দাসপুর-২(দ্বিতীয়)। •জাতিগত শংসাপত্র ইসুতে সেরা ব্লক:  চন্দ্রকোণা-১(প্রথম), ঘাটাল(দ্বিতীয়) এবং চন্দ্রোকোণা-২(তৃতীয়)। •হাউস ফর অল: খড়ার পুরসভা(প্রথম), চন্দ্রকোণা পুরসভা(দ্বিতীয়) এবং ঘাটাল পুরসভা(তৃতীয়)। •কন্যাশ্রীতে সেরা পারফর্ম্যান্স:  চন্দ্রকোণা-১ ব্লক এবং চন্দ্রকোণা পুরসভা। •বেস্ট ওসি ইলেকশন: চন্দ্রকোণা-১ ব্লক। •এমজিএনআরইজিএসে বিশেষ জুরি পুরস্কার পাবে: বসনছড়া গ্রামপঞ্চায়েত। •যে সমস্ত আশাকর্মী পুরস্কৃত হচ্ছেন: সবিতা জানাধাড়া(প্রথম), শ্যামলী মান্না(দ্বিতীয়), তনুশ্রী হাজরা বাগ(তৃতীয়), সীমা দোলই কর(চতুর্থ), মীনা সামন্ত(পঞ্চম), চায়না চট্টোপাধ্যায়(ষষ্ঠ) এবং জয়ন্তী রানা মণ্ডল(সপ্তম)। •সামাজিক অবদানের জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন: তৃণাঙ্কুর পাল(স্বেচ্ছায় করোনা সচেতনতা মূলক প্রচারের জন্য)।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!