ঘাটাল মহকুমা আদালত চালু হল আজ ৬জুলাই সোমবার থেকে

অরুণাভ বেরা:  করোনা পরিস্থিতিও লকডাউনের জেরে আদালতের কাজকর্ম বন্ধ ছিল। দীর্ঘদিন পরে আজ ৬ জুলাই সোমবার ঘাটাল মহকুমা আদালতের কাজ শুরু হচ্ছে । গত ৪ জুলাই শনিবার ঘাটাল বার অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে । ৬ জুলাই থেকে সিভিল ও ক্রিমিনাল কেসের ফাইল হবে। তবে কোনও পেন্ডিং কেসের  শুনানি  জুলাই মাসে হবে না। দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজকর্ম চলবে। বার অ্যাসোসিয়েশন ঘাটালের সভাপতি দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায় বলেন, সোমবার থেকে যে আইনজীবীর কেস কেবলমাত্র তিনি ও সংশ্লিষ্ট  ল’ক্লার্ক আদালতে প্রবেশ করবেন। বাদী-বিবাদী পক্ষ ঢুকতে পারবেন না। জুলাই মাসে কোন সাক্ষী-সাবুদ হবে না। দেবপ্রসাদবাবু আরও বলেন, হাইকোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে স্থানীয়ভাবে এই সিদ্ধান্ত হয়েছে। ‘ভার্চুয়াল  হিয়ারিং’-এর প্রস্তাব আদালত দিয়েছে তবে এই বিষয়ে আইনজীবীদের সাথে আলোচনা করা হবে। আদালতে কঠোরভাবে  স্বাস্থ্য বিধি মানা হবে। তবে এখনও প্যানেল স্যানিটাইজার বসানোর সিদ্ধান্ত হয়নি। এদিকে আজ থেকে আদালতের কাজ শুরু হওয়ায় বিচারপ্রার্থীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com