আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা পরিস্থিতির জেরে বন্ধ করে দেওয়া হল আদালতের মূল প্রবেশপথ। ভার্চুয়াল পদ্ধতিতে চলছে ঘাটাল মহকুমা আদালতের কাজকর্ম। করোনা সংক্রমণের গ্ৰাফ ক্রমশ উর্ধ্বমুখী। তাই অন্যান্য সমস্ত দিকের বিধিনিষেধের পাশাপাশি ঘাটাল মহকুমা আদালতের কাজকর্মেও দেখা গেল সেই ছবি। আজ ১৭ জানুয়ারি থেকে আদালতের মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হল বিচারপ্রার্থী ও অন্যান্যদের জন্য। ভার্চুয়াল পদ্ধতিতেই আপাতত চলবে আদালতের কাজকর্ম। ঘাটাল মহকুমা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে বলেন, করোনা পরিস্থিতির জন্য ঘাটাল মহকুমা আদালতের বেশিরভাগ কাজকর্ম ভার্চুয়াল পদ্ধতিতে চলছে, করোনা সংক্রমণ যাতে না বাড়ে তারজন্য আদালতের কাজে আসা মানুষজনদের আদালতের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
Home এই মুহূর্তে অন্যান্য আদালতের মূল প্রবেশপথ বন্ধ বিচারপ্রার্থীদের জন্য, ভার্চুয়াল পদ্ধতিতে চলবে কাজ