দেবাশিস কর্মকার ও মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল কলেজে নতুন অধ্যক্ষ আসার পর থেকেই শুরু হয়েছে নানা ধরনের কর্মসূচি। ছাত্রছাত্রীদের স্বার্থে অধ্যক্ষ পদ গ্রহণের পরই বিভিন্ন কর্মসূচি শুরু করছেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের নবনিযুক্ত অধ্যক্ষ ড. মন্টুকুমার দাস। এই উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ‘স্টুডেন্ট উইক’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন তথা ১ জানুয়ারি থেকেই শুরু হবে এই ‘স্টুডেন্ট উইক’। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত
চলবে এই কর্মসূচিটি। এই কর্মসূচির উদ্বোধন করবেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
আসলে কী এই ‘স্টুডেন্ট উইক’? কী কী হবে এখানে? সে বিষয়ে কলেজের নতুন অধ্যক্ষ জানিয়েছেন, এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি এই তিনদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টুডেন্ট স্কলারশিপ তথা ছাত্রবৃত্তির বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে বিভিন্ন
বিষয় নিয়ে পারস্পারিক আলোচনার আয়োজনও করা হয়েছে। ৪ জানুয়ারি থাকছে ছাত্রছাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। এছাড়া ওইদিন অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। ৫ এবং ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে যথাক্রমে আবৃতি প্রতিযোগিতা, গঠনমূলক রচনার প্রতিযোগিতা এবং পোস্টার প্রতিযোগিতা তথা সামাজিক নানা বিষয়ের ওপর ছবি এঁকে দৃষ্টি আকর্ষণ, পঞ্চ কবির গানের প্রতিযোগিতা। ৭ ডিসেম্বর তথা শেষ দিনের অনুষ্ঠানগুলির মধ্যে রযেছে একটি শিক্ষামূলক সেমিনার। ওই সেমিনারে প্রথাগত শিক্ষাদানের মধ্যে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং ব্যবহারের বিষয়ে আলোচনা হবে। এছাড়া ওইদিন কেরিয়ার কাউন্সেলিং, ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহকুমার বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা ওই পারস্পরিক পর্যালোচনায় অংশগ্রহণ করার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ড. মন্টুকুমার দাস। ছাত্রছাত্রীরা তাদের নানান সমস্যার সমাধানের জন্য নতুন অধ্যক্ষের প্রতি অনেকটাই আশাবাদী।