এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল কলেজে আবারও বহাল বিধায়ক শঙ্কর দোলই

Published on: August 17, 2020 । 4:00 PM

তৃপ্তি পাল কর্মকার: দুদিনেই শিক্ষা দপ্তরে নির্দেশ বদল। ১৪ আগস্ট রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর একটি নির্দেশিকায় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের নতুন কমিটির নাম জানিয়ে ছিল। সেই কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছিল ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবকে। সেই সরকারি প্রতিনিধি রাখা হয়েছিল প্রণয়কৃষ্ণ ভট্টাচার্য এবং অজিত রঞ্জন দে’কে। উচ্চ শিক্ষা দপ্তরের প্রতিনিধি হিসেবে নাম পাঠানো হয়েছিল বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান কাজল সামন্তকে। কিন্তু আজ ১৭ আগস্ট সেই উচ্চশিক্ষা দপ্তর নতুন একটি নির্দেশিকা বার করে জানিয়েছে, বিশেষ কারণ বশত ১৪ তারিখের অর্ডারটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তার অর্থ, আগে যেমন শঙ্কর দোলই ওই কলেজের সভাপতি ছিলেন তিনিই থাকবেন। দেব, প্রণয়বাবু, অজিতবাবু এবং কাজলবাবু কেউই আর কলেজের পরিচালন কমিটিতে আসতে পারছেন না।
এই খবরে, শঙ্কর দোলই শিবির উচ্ছ্বসিত। শঙ্করবাবু বলেন, আমার আমলে কলেজটি সুষ্ঠু ভাবে চলছিল। লবি করে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেটি রাজ্য নেতৃত্ব জানতে পেরেই ১৪ আগস্টের নির্দেশিকাটি বাতিল করে দিয়ে পুরানো কমিটিকে রাখার ব্যবস্থা করেছে। ফলে কলেজের পরিচালন কমিটির সভাপতি আমিই থাকছি। এবিষয়ে সাংসদ প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটি শুনেছি। আমার পক্ষ থেকে শঙ্করবাবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি চাইব, যিনি কলেজের দায়িত্বে থাকবেন তিনি কলেজের সার্বিক উন্নয়ন করে কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর সেই দায়িত্ব শঙ্করবাবু দক্ষতার সঙ্গেই করবেন আশা রাখি। • ১৭ আগস্টের নির্দেশিকার কপি দেখতে চাইলে এখানে👆  ক্লিক করতে পারেন। 
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now