হাবিব মল্লিক: করণা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে বেশ কিছুদিন আগে থেকেই। আর এমন সময় দিন আনা দিন খাওয়া পরিবারগুলির পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সরকারি অনুদান আর স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তাই ওদের কাছে সম্বল। আবারও গোপমহল,সাগরপুর, সাহাচক সহ ভূতা গ্রামের ৭০ টি অভুক্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় মুক্তমনা মানবতাবাদী সমিতির ঘাটাল শাখা। ওই সংগঠন প্রতিটি পরিবারের হাতে পাঁচ কেজি চাল, দু’কেজি আলু, ৫০০ গ্রাম পিঁয়াজ, ৫০০ গ্রাম মসুর ডাল, এক প্যাকেট সয়াবিন সহ একটি করে বিস্কুটের প্যাকেট তুলে দেয়। সংগঠনের সভাপতি আশরাফুল মল্লিক জানান- এই প্রয়াস অভুক্ত অসহায় পরিবারগুলির পাশে থেকে তাদের খাদ্য সংকট দূর করার জন্যই। সংগঠনের সম্পাদক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বেশ কিছু মানুষের থেকে আর্থিক সহায়তা পেয়েছি। এই সময় এগিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ। ঘাটাল শাখার তরফে জানানো হয়েছে, অয়ন সাউ, প্রীতি সাঁতরা, সুদীপ মন্ডল, সৌরদীপ সামন্ত, তন্ময় চৌধুরী, সন্দীপ মণ্ডল, আনিসুর রহমান মল্লিক, সোমনাথ পাত্র, বিদুষী মান্না, তপন গুছাইত, সমীর জানা,রশ্মি শাখারকর, রথীন্দ্র কর্মকার, আসরাফুল মল্লিক, সৈকত চক্রবর্তী প্রমুখের থেকে আর্থিক সহায়তা পেয়েছে তারা। সংগঠনের এহেন উদ্যোগে কিছুটা স্বস্তি মিলেছে অসহায় পরিবারগুলির।