তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল থানা ও দাসপুর থানার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এখন বাড়িতে বসেই সব্জি, ভুসিমাল, মাছ-মাংস-ডিম, স্টেশনারি জিনিসপত্র পেয়ে যাবেন।‘ঘাটাল বাজার’ অ্যাপের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। ঘাটাল ও দাসপুরের বাসিন্দাদের জন্য সব্জি, ভুসিমাল, মাছ-মাংস সব কিছুই বাড়িতে পৌঁছে দেওয়ার সার্ভিস শুরু করলেন বেশ কয়েকজন যুবক। অ্যাপে করলে জিনিসপত্র ও তার দাম দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপে সেটি হবে না। বেলিয়াঘাটা থেকে তিন কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকার গ্রাম দুবরাজপুরের বাসিন্দা এক গৃহবধূ বলেন, অ্যাপের সন্ধান পাওয়ার পরই আমি ১১ সেপ্টেম্বর রাতে মাংস-সহ কিছু মালপত্রের অর্ডার দিয়েছিলাম। আজ সকালেই বাড়িতে বিল সহ সমস্ত মালপত্র পৌঁছে গেল। গুণগত মানও ভাল। দাম মোটেই বেশি নয় বরং কম এবং কয়েকটা জিনিসের ক্যাশব্যাকও পেয়েছি। আপনারাও পরখ করে দেখতে পারেন। হোয়াটসঅ্যাপ: ৯৫৬৪১৯০৯৩৮, অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.ghatalbazar.ghatalbazar
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










