ঘাটাল বাজারে পুজোর কেনাকাটার হিড়িক

সৌমেন মিশ্র ও মনসারাম কর : পুজোর কেনাকাটায় মেতেছে ঘাটালবাসী। বৃষ্টির ঝন্ঝা কাটতেই ঘাটালে

কেনাকাটার হিড়িক চোখে পড়ার মতো। পুজোর দোরগোড়ায় বৃষ্টির মেঘ ঘাটাল ব্যবসায়ীদের কিছুটা হতাশ করলেও আজ মুখে হাসি ফুটেছে তাঁদের। বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে পুজোর বাজার করতে এসে খুশি ক্রেতারাও। ঘাটাল বাজারের অধিকাংশ দোকানেই আজ অর্থাৎ চতুর্থীতে ঠাসা ভিড়। প্রত্যেকেই পছন্দ মতো মানানসই জিনিসপত্র কিনতে অত্যন্ত ব্যস্ত। কাপড় দোকান থেকে শুরু করে স্টেশনারি দোকান জুতা দোকান সহ বেশ কয়েকটি দোকানে ভিড় ভালোই জমেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছরের পুজোর বাজার অনেকটাই খারাপ বলে মন্তব্য করেছেন দোকানদারদের একাংশ। দোকানদারদের অনেকেই বলেন বৃষ্টির কারণে ঘাটালের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ঘাটালের কয়েকটি পুজো মন্ডপে এখনো বন্যার জল দাঁড়িয়ে রয়েছে। তাতে করে পুজোর উদ্যোগ অনেকটাই মাটি হয়েছে ঘাটাল বাসীর। তবে আজ থেকে পুজোর দিনগুলিতে ভিড় আরও একটু বেশি হবে বলেই আশাবাদী ঘাটালের ব্যবসায়ীরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।