নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ‘ঘাটাল কলেজ অফ এডুকেশন’ পরিচালিত ‘গ্রিন ক্লাব’- এর মাধ্যমে “বিশ্ব পরিবেশ দিবস” উদযাপন করল ঘাটাল বি.এড. কলেজ। কানাড়া ব্যাংকের ঘাটাল শাখার ম্যানেজার পৌমিতা দাস চারা গাছ রোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
কলেজের কর্ণধার অধ্যাপক প্রবীর মাইতি জানান, কলেজের পরিচালকবৃন্দ, বি. এড. এবং ডি.এল. এড. বিভাগের অধ্যাপক শিক্ষার্থী, শিক্ষাকর্মীসহ উপস্থিত সকলেই কলেজ প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন। কলেজ ক্যাম্পাসের মধ্যেই সংক্ষিপ্ত পরিসরে একটি ‘ভেষজ উদ্যান’ (Medicinal Garden) তৈরি করবেন বলেও প্রবীরবাবু জানান। কারণ ভেষজ উদ্ভিদের গুণাগুণ বা উপকারিতা এবং গাছের সঙ্গে পরিচয় হওয়া খুবই জরুরি। সেই উপলক্ষে আজ একটি আমলকি গাছের চারা রোপণ করে বাগানের শুভ সূচনা হয়। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন করা হয়। আসন্ন ‘অরণ্য সপ্তাহ’ (১৪- ২০ জুলাই) উদযাপনও করবেন বলে জানান কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।