কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল:একশো দিনের কাজ দেওয়া হচ্ছে না বিজেপি সমর্থকদের, এই অভিযোগে তৃণমূল সমর্থিত গ্রাম পঞ্চায়েতে অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হল ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি সমর্থকরা। আজ ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে পঞ্চায়েত অফিসের গেট ঘিরে বিক্ষোভ দেখায় তাঁরা, ১০০ দিনের কাজের ফর্ম ফিলাপ কোনও নিরপেক্ষ জায়গায় না করে তৃণমূল নেতারা কেনও তাদের দলীয় পার্টী অফিসে করাবে সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তৃণমূলের পার্টি অফিসে ফর্ম ফিলাপ করতে না যাওয়ায় তারা ১০০ দিনের কাজের ফর্ম জমা করতে পারছেন না এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। আজ বেলা ১১ টা থেকে প্রায় দুপুর ১ টা পর্যন্ত চলে বিক্ষোভ অবস্থা, বিক্ষোভ চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান বা উপ-প্রধানের মধ্যে কাউকেউই দেখা যায় নি। পরে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এলাকার কোনও নিরপেক্ষ জায়গায় বসে নির্দিষ্ট পদ্ধতিতে ১০০ দিনের কাজের ফর্ম ফিলাপ করে তাদের কাজ দেওয়ার আশ্বাষ দিলে বিক্ষোভ থেমে যায়। এই নিয়ে ইড়পালা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তরুণ পালুই জানান…
প্রসঙ্গত, ১০০ দিনের কাজের ফর্ম ফিলাপ রাজনৈতিক দলের পার্টি অফিসে করা নিয়ে ঘাটালের বিভিন্ন গ্রামে ক্ষোভ দেখাগিয়েছিল আগেই। এবার ঘাটালজুড়ে সেই ক্ষোভ ক্রমশ বড় আকার নিচ্ছে বালেই মত রাজনৈতিক মহলের। অপরদিকে ১০০ দিনের কাজে সুপারভাইজারকে নিষ্ক্রিয় রেখে তৃণমূল নেতাদের তদারকি ও মাস্টার রোলে কাজ না করা ব্যক্তিদের নাম তোলার অভিযোগ তুলেছেন ঘাটাল বিজেপির সাধারণ সম্পাদক রামকুমার দে।