গ্যাস চালিত গাড়ি কি সত্যিই বিপজ্জনক? আজকের দুর্ঘটনা কিন্তু সেটা আরও একবার প্রমাণ করল

সোমেশ চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল:  আজ সন্ধ্যায় পিকনিক সেরে বাড়ি ফেরার সময় রাধানগরের কুঠিঘাট – শুশুনিয়া রাস্তার একটি মারুতির সঙ্গে ট্রাকটরের ধাক্কা লালগে মারুতিটি এভাবেই দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাসূত্রে জানা গিয়েছে, বছরের প্রথম রবিবারে পিকনিক সেরে মারুতিতে করে পাঁচ-ছ’জন বাড়ি ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। গ্যাস চালিত ওই মারুতিটিতে পিকনিকের জন্য মারুতির ছাদে একটি গ্যাস সিলিন্ডারও ছিল। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, আচমকা মারুতিতে ধাক্কা

লাগার পর মারুতির চাকা পিচে তীব্রভাবে ঘষা খেতে শুরু করে। অনুমান করা হচ্ছে তখনই কোনও ভাবে গাড়ির পেছনে থাকা গ্যাসের টাঙ্কে আগুন ধরে যায়।
মারুতিতে আগুন ধরতে দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষেরা প্রথমে হকচকিয়ে যান। তবুও তাঁরা সেই পরিস্থিতিতে চালক ও যাত্রীদের উদ্ধার করেন। স্থানীয় লোকজন ছুটে এসে তাদের প্রাথমিক চিকিৎসা করেন। স্থানীয়রাই পুলিশ এবং দমকলে খবর দেওয়ার ব্যবস্থা করেন। খবর পেয়েই ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত গতিতে এগিয়ে আসে ও আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে মারুতিটি পুড়ে ছাই হয়ে গেলেও কোনও প্রাণহানি ঘটেনি। পিকনিক ফেরত যাত্রীরা কমবেশী আহত হন। ঘাটাল

থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি জানার পরই পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পাছে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আরও বিপত্তি হতে পারে সেজন্য পুলিশ রাস্তাটির দু’দিক কিছুক্ষণ অবরুদ্ধ করে দেয়। দমকল বাহিনী আগুন নেভানোর পর ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।