এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

রাধানগরে গ্যাস সিলিন্ডারে আগুন

Published on: September 20, 2019 । 6:32 PM

কার্তিক দেঁড়ে: আজ ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ ঘাটাল থানার রাধানগরে একটি মিষ্টি দোকানের গ্যাস সিলিন্ডারে হঠাৎ করে আগুন লেগে যায়। মিষ্টি দোকানের মালিক মদন পাল বলেন, ওই সময় মিষ্টি তৈরি হচ্ছিল। গ্যাস সিলিন্ডারটি হঠাৎ করে জ্বলতে শুরু করে। রাস্তার সামনেই দোকানটি ছিল। তাই সঙ্গে সঙ্গে সিলিন্ডারটিকে রাস্তায় নামিয়ে প্রথমে জল পরে বালি চাপা দিয়ে আগুন নেভানো হয়। হতাহতের কোনও খবর নেই।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now