রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: শত ব্যস্ততার মাঝেও দুঃস্থ পরিবারের শিশুদের বিনা ব্যয়ে চিকিৎসা করে চলেছেন ঘাটালের শিশু চিকিৎসক ডাঃ শিশিরকুমার দাস। মাসে একবার করে প্রতি শনিবার ঘাটালের রাধানগরে ভারতীয় রেডক্রশের ঘাটাল শাখার চন্দননগর সেন্টারে তিনি শিশুদের জন্য বিনা ব্যয়ে চেম্বার করে চলেছেন। আজ ২৭ ডিসেম্বরও ৫৯ জন শিশুর বিনামূল্যে চিইকৎসা করেন তিনি। ভারতীয় রেডক্রশের ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায় বলেন, রেডক্রশের ওই সেন্টারে ডাঃ শিশিরকুমার দাস প্রতিমাসে বিনাব্যয়ে চেম্বার করে আসছেন। রাধানগরের পার্শ্ববর্তী বাগালিতলা, নকুড়বাজার, চন্দননগর, আকবপুর সহ ছয় থেকে সাতটি গ্রামের বাসিন্দারা এতে খুবই উপকৃত হচ্ছেন বলে জানান শুভদীপবাবু। কখনও পঞ্চাশ, কখনও ষাট, কখনও বা নব্বই জন শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তারবাবু। ওই সমস্ত শিশুদের অভিভাবকরা বলেন, যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে ওষুধও দেন ডাক্তারবাবু। এতে করে খুবই খুশি ওইসমস্ত প্রান্তিক এলাকার বাসিন্দারা। তারা বলেন, বর্তমান সময়ে কোনও ব্যস্ত ডাক্তারবাবু যে গরীব দুঃখীদের জন্য এভাবে পাশে দাঁড়াবেন তা তারা ভাবতেও পারেন না। শিশিরবাবু বর্তমানে পীতপুর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার হিসেবে রয়েছেন। তার আগে তিনি ঘাটাল মহকুমা হাসপাতালের সুপারের দায়িত্ব সামলেছেন। ঘাটালেও তাঁর নিজস্ব চেম্বার রয়েছে। তা সত্বেও তিনি সমাজসেবার কাজে যেভাবে এগিয়ে গিয়েছেন তা প্রশংসা করলেও কম হয়ে যায়। ঘাটালের বেশ কিছু মানুষ জানান, শিশিরবাবুর এই অবদান সত্যিই প্রশংসনীয়। অন্যান্য ডাক্তারবাবুরাও যদি সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য যে যার সাধ্যমত সময় বা শ্রম দিতেন তবে ঘাটালের রূপ ও অবস্থা একদিন বদলে যাবে।
নিয়মিত বিনাব্যয়ে চিকিৎসা করছেন ঘাটালের শিশু চিকিৎসক ডাঃ শিশির দাস
Published on: December 27, 2025 । 8:58 PM






