নিজস্ব সংবাদদাতা: বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ধারণ শিবিরের আয়োজন করল ঘাটাল শহরের নিশ্চিন্দীপুর দুধেরবাঁধ গুরুদাসনগর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। আজ ১৭ নভেম্বর পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের পরিচালনায় ওই শিবিরটিঅনুষ্ঠিত হয়। ওই শিবিরে ঘাটাল শহর ও তার পার্শ্ববর্তী এলাকার ৩৬৭ জন চক্ষু পরীক্ষা করান এবং তাঁদের মধ্যে ১২০ জনের ছানি নির্ধারিত হয় বলে আশ্রমসূত্রে জানানো হয়েছে। সেবাশ্রমের সভাপতি তাপসকুমার দে বলেন, চক্ষু ও ছানি পরীক্ষার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে