ইন্দ্রজিৎ মিশ্র ও শ্রীকান্ত ভুঁইঞা:দাসপুরের চেঁচুয়ায় শহিদদের শ্রদ্ধা জ্ঞাপনে আরও এক শহিদ মঞ্চের উদ্বোধন হল। মূলত রাজ্য সরকারের উদ্যোগেই এই শহিদ স্মৃতি সৌধ বলে জানালেন দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। আজ ৬ ই জুন এই স্মৃতি সৌধের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা,দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক,জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রের পাশাপাশি চেঁচুয়ার শহিদ স্মৃতি রক্ষা কমিটিও। উল্লেখ্য ১৯৩০ সালের আজকের দিন অর্থাৎ এই ৬ জুনই কাঁসাইয়ের পাড়ে তৎকালীন ইংরেজদের গুলিতে লবন সত্যাগ্রহে আন্দোলনরত বিপ্লবীদের ১৪ জন শহিদ হন। তাঁদের স্মৃতিতেই সেই শহিদদের স্মরণে প্রত্যেক বছর সমস্ত রাজনৈতিক দল দাসপুরের চেঁচুয়ায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন। আজও রবিবারের সকালেই দাসপুরের সিপিএমের প্রাক্তন অধিকারী সহ বাম কর্মী সমর্থকরা এই শহিদদের প্রতি শ্রদ্ধা জানান পাশাপাশি শ্রদ্ধা জানান জাতীয় কংগ্রেসের জগ্ননাথ গোস্বামী এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এবার সেই স্থানেই রাজ্যের তৃণমূল সরকারের উদ্যোগে তৈরি হল নতুন শহিদ বেদী। দাসপুরের চেঁচুয়ার এই ইতিহাস জানতে অবশ্যই ক্লিক করেই এই লিঙ্ক।
৬ জুনের ঘটনা ও ১৪জন শহিদের আত্মবলিদানের কথা