এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মর্মান্তিক,দাসপুরে আম পাড়াকে কেন্দ্র করে বৌদির গলা কাটল দেওর

Published on: May 14, 2020 । 1:24 PM

আম পাড়াকে কেন্দ্র করে মর্মান্তিক পরিণতি বৌদির। ধারালো অস্ত্রর কোপে মর্মান্তিক মৃত্যু। ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার জয়কৃষ্ণপুর দোলই পাড়ার।

দাসপুর পুলিস সূত্রে জানাগেছ,  আজ ১৪ মে সকালে গাছের কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে বৌদি পুতুল দোলই ও দেওর দীপঙ্কর দোলইয়ের মধ্যে তীব্র বচসা হয়, অভিযোগ সেখানেও দেওর বৌদির গলায় টাঙির কোপ দিলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পুতুল দোলই। ঘটনাস্থলে পুলিস পৌঁছেছে। দীপঙ্কর দোলই পালাতক

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭