এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন মহকুমাবাসী

Published on: August 3, 2021 । 2:40 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: টানা বৃষ্টির কারণে প্রবল জলস্ফীতি, তার জেরেই ঘাটালের নদীগুলিতে বন্যা দেখা দিয়েছিল। শিলাবতীর জলে প্লাবিত হয়েছে মহকুমার বিস্তীর্ণ এলাকা। সোমবার ২ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গিয়েছে। কিন্তু মহকুমাবাসীর ভোগান্তির শেষ নেই। বহু পরিবার এখনও তাঁদের বাড়িতে ফিরতে পারেননি। শিলাবতী নদীর জল কমলেও তাঁদের ঘরের মধ্যে এখনও বন্যার জল। বাধ্য হয়েই বাড়ির বাইরে দিন কাটাতে হচ্ছে তাঁদের। রাস্তার ওপর ত্রিপল তুলে চালা তৈরি করে তার মধ্যেই জীবনযাপন করতে হচ্ছে। আবার কোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তার সাথেই পানীয় জল ও খাদ্য সংকটের মতো নিত্য সমস্যা তো রয়েইছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ঘাটালের বেশ কয়েকটি এলাকার মানুষ।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।