কুমারেশ চানক👆স্থানীয় সংবাদ•ঘাটাল[মো:96791 52380]: বন্যার প্রবল স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মনশুকা এলাকা জুড়ে। অনেক জায়গাতেই রাস্তা ভেঙে চুরমার, যাতায়াতে ব্যাপক ভোগান্তির শিকার পথ চলতি মানুষ। হেলে পড়েছে ইলেকট্রিক খুটি, ক্ষতির মুখে পানীয় জলের লাইন। এছাড়াও মাঠের পর মাঠ নষ্ট হয়েছে ফসল, চিন্তায় চাষি মহল থেকে সকলেই।