ইন্দ্রজিৎ মিশ্র:মঙ্গলবার ২৫ আগস্ট রাত থেকে বহু গ্রাম প্লাবিত হয়েছে। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] পাংরা নদীর বাঁধ ভেঙে দাসপুর-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর বলেন, মঙ্গলবার রাতে ওই ব্লকের চণ্ডীপুর নিমতলাতে পারাং নদীর বাঁধটির প্রায় ৪০ ফুটের মতো ভেঙে যায়। রাত থেকে প্রবল গতিতে পারাং নদীর জল নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার ৮-১০টি গ্রামে প্রবেশ করতে শুরু করেছে। এদিকে প্লাবিত এলাকার বাসিন্দারা জানান, নিচু এলাকার বাড়িগুলিতে জল প্রবেশ করতে শুরু করায় পরিবারগুলি সমস্যায় পড়েছেন। এলাকার বেশ কয়েকটি রাস্তার উপর জল দাঁড়িয়ে যাওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুমারেশ ভুঁইঞা বলেন, আমরা বাঁধটিকে মেরামতির চেষ্টা করছিলাম। কিন্তু প্রচণ্ড রেসের জন্য বাঁধতে পারিনি। তবে এই মুহূর্তে কোনও পরিবারকে উদ্ধার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।