দাসপুর থানার রাজনগর বাজার চত্বরে আজ শনিবারের রাতে হঠাৎই অগ্নিকাণ্ড,এলাকাবাসী সাথে বাজার ও গ্রাম কমিটির তৎপরতায় আগুন আয়ত্বে এল। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সঞ্জীব লাহা জানান,আজ শনিবার রাত প্রায় ১০টা নাগাদ রাজনগরের বাজারে শৌচালয়ের কাছে নদী বাঁধের ধারে যে দোকান গুলি তারই পিছনে আবর্জনার স্তূপে কোনোভাবে আগুন লাগে। ততক্ষণে সমস্ত দোকান বন্ধ হয়েছে। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়লে নজরে আসে পথ চলতি কয়েকজনের। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বাজার ও গ্রাম কমিটির সদস্যরা নদী থেকে জল তুলে সাথে পাশে স্বজল ধারার কর্মীদের বাড়ি থেকে ডেকে পাম্প চালিয়ে ঘন্টা খানেকের চেষ্টায় সেই আগুন নেভায়। তবে হঠাৎ কীভাবে বাজারে মাঝে দোকানের পিছনে রাতের অন্ধকারে আগুন লাগলো,কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই আগুন লাগালো কিনা সে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দোকানদারদের মধ্যে।