এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউনের মধ্যেই জেলার দাসপুরে অগ্নিকাণ্ড

Published on: April 2, 2020 । 2:42 PM

লকডাউনের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দাসপুর থানার নাড়াজোল এলাকার এক পাড়ায়। আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের নাড়াজোল উত্তর বুথ এলাকার বঙ্কিম দাসের বাড়িতে হঠাৎই আগুন ধরে ভস্মীভূত হয়েছে বেশকুছু সামগ্রী।

স্থানীয়সূত্রে জানা গেছে বাড়ির গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নিকান্ড। এলাকাবসী ও স্থানীয় ভিলেজ পুলিশের তৎপরতায় আগুন আয়ত্বে আসে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭