এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভর দুপুরে চন্দ্রকোণায় বাড়িতে ভয়াবহ অগ্নকাণ্ড, বহু ক্ষয়ক্ষতি

Published on: December 2, 2020 । 3:41 PM

নিজস্ব সংবাদদাতা:চন্দ্রকোণায় ভরদুপুরে বাড়িতে আগুন, চাঞ্চল্য এলাকায়। আজ ২ ডিসেম্বর বুধবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা পুরসভার ৫ নম্বর ওয়ার্ড বেগুনবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিৎ রুইদাস নামের এক ব্যক্তির টিনের ছাউনি মাটির বাড়িতে হটাৎ আগুন লেগে যায়। নিমেষেই তা চরম আকার নেয়,টিনের ছাউনি বেয়ে আগুনের ধোঁয়া বেরতে থাকে। ঘটনা জানাজানি হতে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয়েছে দমকলে,ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ। কী করে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা। বাড়িতে আগুন লাগার খবর জানাজানি হতেই বাইরে বেরিয়ে আসেন। তবে বাড়ির সদস্যর,হতাহতের খবর নেই। •ভিডিও

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad