•চাঁইপাটের চাকির হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, বেশ কয়েকটি গাড়ি ও বাড়ি সহ গোডাউন পুড়ে ছাই, আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে। আজ রাত সাড়ে নটা নাগাদ দাসপুর থানার চাকির হাটে কাশীনাথ চাকি ওরফে বাপন চাকির ডেকোরেটরের গোডাউনে আগুন লাগে। তা থেকে বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।