এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মাঝরাতে রুটি কারখানায় আগুন, ভস্মীভূত সবকিছু

Published on: October 23, 2021 । 11:41 AM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ ঘাটাল: ঘাটালে রাতের অন্ধকারে আগুন লেগে ভস্মীভূত বেকারি। দমকল কর্মীরা গিয়ে নেভাল আগুন। রাতের অন্ধকারে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল রুটি, বিস্কুট,কেক তৈরির বেকারি কারখানা। রাধানগরের স্বাধীন বেকারি নামে ওই কারখানার মালিক বাপি দাস বলেন, শুক্রবার মধ্যরাতে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গিয়েছে। রাত ৩ টা নাগাদ ওই অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিমতলা ফায়ার সার্ভিসের সাব অফিসার সৌরভ মণ্ডল তাঁর টিম ও দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশও। ততক্ষণে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় কারখানার অধিকাংশ জিনিসপত্র। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।  অগ্নিকাণ্ড নিয়েও পারিবারিকভাবে পরস্পর বিরোধী মন্তব্য ভেসে এসেছে। দাস পরিবারের এক বৃদ্ধা বলেন শত্রুতা বশে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এদিক তাঁরই বউমা বলেন, এটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।   আজ ২৩ অক্টোবর সকালে আগুন লাগার খবর পেয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত রায় ঘটনা স্থলে যান। তিনিও এটিকে দুর্ঘটনা বলেই দাবি করছেন।
ঘাটাল থানার পুলিস জানিয়েছে, ওই পরিবারে গত রাতে লক্ষ্মীপুজোর বিসর্জন ছিল। বাজিও ফেটেছে। সেটা থেকেই আগুন লেগেছে কিনা পুলিশ সেটিও খতিয়ে দেখছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।