দাসপুরে বসতবাড়িতে আগুন, শক্রতা নাকি অন্য কারণ?

সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরে বসতবাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল বাড়ির সদস্যরা। দাসপুর থানার বাসুদেবপুরে শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ একটি বসতবাড়িতে আগুন লাগে। বাড়ির মালিকের নাম জয়প্রকাশ চট্টোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মধ্যে জয়প্রকাশবাবু ও তার স্ত্রী তাদের দুই মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন। বড় মেয়ে হঠাৎ দেখতে পায় বাড়িতে আগুন লেগেছে। তড়িঘড়ি তারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাদের চিৎকারে পাড়া-প্রতিবেশীদের ঘুম ভাঙে। স্থানীয় এক যুবক স্বাগত বন্দোপাধ্যায় বলেন, পাড়ার লোকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভেতর থেকে কিছু জিনিস বের করা গেলেও বাড়ির বেশিরভাগ অংশই তখন পুড়ে যায়। আপাতত ওই পরিবার নিজেদের একটি মন্দিরে আশ্রয় নিয়েছে।

কীভাবে আগুন লেগেছে তাই এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের অনুমান, প্রতিহিংসা বশত কেউ বা কারা রাতের অন্ধকারে এই কাজ করে থাকতে পারে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015