এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মশা তাড়ানোর আগুন থেকে বাড়ি পুড়ে ছাই, পুড়ল গবাদি

Published on: March 21, 2024 । 9:14 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা থানার ডিঙ্গাল গোপালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গোয়াল ঘর থেকে আগুন লাগে। একটি গরুর মৃত্যু হয় ও কয়েকটি গরু আহত হয়।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এক প্রতিবেশি শেখ খোকন মোল্লার থেকে জানা যাচ্ছে, হারুন মোল্লা ও তার ভাই সঈদুল মোল্লার পাশাপাশি বাড়ি এবং তার পাশেই খড়ের চালের একটি গোয়াল ঘর রয়েছে। সেই গোয়ালঘরে বুধবার রাত ৯ টা নাগাদ মশা তাড়ানোর জন্য খড়ের ধোঁয়া দেওয়া হয়েছিল। গোয়ালঘরের বাইরে ৭ টি গরু ছিল এবং ভেতরে চার থেকে পাঁচটি গরু ছিল। রাত প্রায় ১২ টা নাগাদ দেখতে এক প্রতিবেশি দেখতে পান আগুন লেগেছে। সাবমার্সিবল চালিয়ে প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ততক্ষণে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। খড়ের চালে আগুন লেগে চাল খুলে পড়ে গিয়ে একটি গরুর গায়ে এবং আগুন লেগে মারা যায় গরুটি। বাকি সাতটি গরু জখম হলেও কোনওরকমে দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। পাশে থাকা সঈদুল মোল্লার বাড়িতেও আগুন লাগে। কোনওক্রমে তাদের বাইরে বের করে আনা হয়। আহত গরুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে কোনও মানুষ হতাহত হননি বলে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে খড়ের আগুন থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now