বাবলু সাঁতরা: জ্বরে ভুগতে ভুগতে বাড়িতেই মৃত্যু ৫৫ বছর বয়সের বাদল পাত্র নামে এক ব্যক্তির। পুলিশ মৃতদেহ উদ্ধার করে করোনা পরীক্ষার জন্য পাঠালে সেই রিপোর্ট নেগেটিভ আসে এবং দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আজ ১ আগষ্ট ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর-৪ গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া গ্রামে।পরিবার সূত্রে জানা যায় পেশায় রাজমিস্ত্রী ওই ব্যক্তি পরিবার ছেড়ে অস্থায়ী ছাউনি করে দীর্ঘ ১০-১৫ বছর বসবাস করতো ধামকুড়িয়া এলাকায়। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। যেহেতু জ্বরে ভুগে মৃত্যু হয়েছে তাই পুলিশ কোনও রকম ঝুঁকি না নিয়ে মৃতদেহ উদ্ধার করে করোনা পরীক্ষার জন্য ঘাটাল হাসপাতালে পাঠায়।পুলিশের তরফে পরিবারকে জানানো হয় করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসলে মৃতদেহ সরকারি ভাবে দাহ করা হবে নচেৎ নেগেটিভ রিপোর্ট হলে পরিবার চাইলে তাদের হাতে তুলে দেওয়া হবে।পুলিশ সূত্রে আরও জানা যায় ওই ব্যক্তির আসল বাড়ি চন্দ্রকোনা-২ ব্লকের বসনছোড়া-৩ গ্রাম পঞ্চায়েতের জামদান গ্রামে। জামদান গ্রামে তিন ছেলে ও স্ত্রী থাকলেও তাদের ছেড়ে ধামকুড়িয়া গ্রামে ছাউনি করে বসবাস করতেন তিনি।