এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বাজ পড়ে মাঠেই চাষীর মৃত্যু

Published on: May 20, 2024 । 4:38 PM

দিব্যেন্দু জানা, স্থানীয় সংবাদ, ঘাটাল: পাট জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক বৃদ্ধের। ওই বৃদ্ধের নাম জয়দেব সানা (৭১)। ঘাটাল থানার দেওয়ানচকে বাড়ি। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, জয়দেববাবু আজ সোমবার দুপুর ২টা নাগাদ পাট চাষের জমিতে ঘাস নিড়ানোর কাজে গিয়েছিলেন। ওই সময়  বাজ পড়ে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাটাল মহকুমা জুড়ে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। প্রতি বছরই একাধিক ব্যক্তি বজ্রপাতে মারা যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে বৃষ্টির সময় বা মেঘ উঠলে বাড়ির বাইরে না বেরানোর। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন, ওই বৃ্দ্ধের পরিবারের পাশে প্রশাসন রয়েছে। যা যা সরকারি সুবিধে রয়েছে তা যাতে ওই পরিবার পায় তা তৎপরতার সঙ্গে দেখা হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now