দাসপুরের তৃণমূল কর্মীর নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়া পোস্টে আট বিজেপি কর্মীর নামে অভিযোগ দায়ের

নিউজ ডেস্কঃ মিথ্যা অভিযোগ তুলে দাসপুর থানার আনন্দগড়ের এক তৃণমূল কর্মীর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করেছিল বিজেপি কর্মীরা। এ নিয়েই সোমবার রাতে ৮ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হল। দাসপুর থানার পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।

আনন্দগড়ের তৃণমূল কর্মী কার্তিক প্রহরাজ বলেন,আমরা কোনোভাবেই রেশন পায়নি বলে সরকারের অস্থায়ী কুপনে রেশন তুলি। তারপরই এলাকার বিজেপি কর্মীরা আমাদের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম অপপ্রচার করতে শুরু করে সে জন্যই দাসপুর থানা ৮ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। বিজেপির রাজনগর মণ্ডল কমিটির সভাপতি বলেন, আমাদের কয়েকজন কর্মী ডিহিপলসার রেশন ডিলারের কথা শুনে মিডিয়ায় এই পোস্ট করেছিলেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।