ফেসবুকে ‘প্রেমে’ পড়ে বাংলাদেশে পাচার ঘাটালের কলেজ ছাত্রী

নিজস্ব সংবাদদাতা: হাতে পরিবারের কিনে দেওয়া স্মার্ট ফোন, সঙ্গে আনলিমিটেড টক টাইম এবং নেট। কোনও রকম আইডেন্টিটি প্রুফ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় সাইন-আপ করার সুযোগ! এতো কিছু এক সঙ্গে পাওয়া আর আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পাওয়া প্রায় সমার্থক। এই সমস্ত সুযোগগুলিকে কাজে লাগিয়েই বর্তমান প্রজন্মের মানুষ তাদের ‘স্বপ্ন’ পূরণ করে চলেছে। কেউ করছেন উচ্চ শিক্ষা, গবেষণা আবার কেউ…। এই স্মার্ট ফোনকেই কাজে লাগিয়ে সুদূর বাংলা দেশের এক প্রতারকের পাল্লায়

পড়ে বাংলা দেশেই পাচার হয়ে চলে গেল ঘাটাল মহকুমা তথা নাড়াজোল রাজ কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাইস্কুলের প্রাক্তন এক ছাত্রী বর্তমানে নাড়াজোল কলেজে দ্বিতীয় বর্ষে পড়ে। সে ফেসবুকে বাংলাদেশী এক যুবকের প্রেমে পড়ে। বাস্তবে সেই যুবক প্রতারক। সে কলেজছাত্রীটির সঙ্গে আদর্শ প্রেমিকের অভিনয় করে। ছাত্রীটিও গলে যায়। ৯ নভেম্বর ছাত্রীটি টিউশনি পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়।  এই এলাকাতেই ওই পাচারচক্রের সাগরেদরা ছিল। তার কলেজছাত্রীটিকে

তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে চোরা পথে পাচার করে দেয়। কলেজ ছাত্রীর পরিবার কয়েক দিন আগে চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ বিশেষ তদন্ত করে মোবাইল টাওয়ার ট্রেস করে পাচার চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করে। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম দেবদাস রায়। উত্তর ২৪ পরগণার স্বরূপনগর থানা এলাকায় বাড়ি। কলেজছাত্রী এখন বাংলা দেশে। কলেজছাত্রীর পরবর্তী পরিণতি নিয়ে অনিশ্চিত পুলিশ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।