হিজড়েদের জোর করে টাকা আদায়ের চেষ্টা, প্রতিবাদ করতেই পালাল হিজড়ের দল

পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বাড়িতে যমজ বাচ্চা হয়েছে তাই গৃহস্থকে ষোল হাজার টাকা দিতেই হবে। এমন দাবি করে উঠোনেই দল বেঁধে বসে ছিল হিজড়ের দল। শেষমেশ বাড়ির তিন মহিলার প্রতিবাদে খালি হাতেই ফিরতে হ’ল হিজড়েদের। হ্যাঁ এমনটাই ঘটেছে দাসপুর-২ ব্লকের কামালপুর গ্রামে। ৬ জুলাই হঠাৎই ওই গ্রামের সাগর সাঁতরা নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে হাজির হয় হিজেড়ের দল। সাগরবাবুর  এক বছর আগে যমজ পুত্র সন্তান হয়েছে, সেই বাচ্চাদের নাচানোর নামে ওই হিজড়েদের আগমন বলে জানান সাগরবাবু। তিনি বলেন, এদিন দুপুর নাগাদ হিজড়েরা বাড়িতে এসে বলে, চাল, আলু, তেল সহ নগদ ষোল হাজার টাকা নিয়ে আয়। এই টাকাটা নাকি ওদের পাওনা, এমনটাই দাবি  ওই হিজড়ের দলের। সাথে সাথেই তো সাগরবাবুর স্ত্রী বলেন, দেখুন আপনারা এসেছেন, আমরা খুশি মতো কিছু টাকা দিচ্ছি। কিন্তু হিজড়ের দল সেসব কথা শুনতে নারাজ, উল্টে বলে, আমরা কি ভিখিরি, তোরা ওই টাকা দিচ্ছিস? যতক্ষণ টাকা না ওই দিবি আমরা এই উঠোনেই বসে থাকব।

এইরকম পরিস্থিতি দেখে সাগরবাবুর ভাইঝি প্রীতি সাঁতরা, বোন অন্নেষা এবং কাকিমা মৌসুমি আদকের সঙ্গে তর্কাতর্কি বাকবিতণ্ডা শুরু হয় হিজড়েদের সাথে। প্রীতিদেবী বলেন, যদি আমাদের সাধ্যমত দেওয়া টাকা নেন তো ভালো নাহলে চলে যান।প্রয়োজনে আমরা থানায় ফোন করতে বাধ্য হব। আমরা এত টাকা দিতে পারব না। উল্টোদিক থেকে প্রত্যুত্তর আসে, না এত কম টাকা আমরা নিই না। আর থানার ভয় দেখাবেন না। পুলিশের কাছে আমরা পারমিশন নিয়ে এসেছি। প্রীতিদেবী বলেন, শেষমেশ যখন কোনও কথাই শুনেছে না তখন আমরা আমাদের স্থানীয় ‘হিজড়ে অত্যাচার বিরোধী কমিটিকে’ ডাকার জন্য উদ্যোগ নিতেই দেখি হিজড়েরা ঢোল গুটিয়ে খালি হাতেই পালিয়ে যায়।

প্রীতিদেবী বলেন, এই লকডাউনে কী অবস্থায় সংসার চলছে তা একমাত্র আমরাই বুঝি। তারওপর দুটো বাচ্চার খাবার থেকে ওষুধের যোগান দিতে হিমসিম খাচ্ছি। সেখানে আমরা ওই তোলাবাজদের টাকা দেব কেন? ওই টাকায় মা এবং বাচ্চাদের খাবার খাওয়ানো অনেক ভালো। তাতে ওরা সুস্থ থাকবে।বাচ্চা নাচাতে এসে হিজড়েরা হাজার হাজার টাকা দাবি করে গৃহস্থকে ব্যতিব্যস্ত করার ঘটনা এখন হামেশাই দেখা যায়।গৃহস্থের বাড়ির লোক পারুক বা না পারুক হিজড়েদের দাবিমত টাকা পয়সা, কাপড়চোপড়, জিনিসপত্র না দিলেই অকথ্য ভাষায় গালাগালি, অভিশাপ দেওয়াটা যেন হিজড়েদের অভ্যাসে পরিণত হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।
সাগরবাবুর বাড়ির লোক জানান, প্রায় প্রত্যেক বাড়িতেই নতুন বাচ্চা হয়, আর সাথে সাথেই হিজেড়েদের দল বাড়িতে গিয়ে উপস্থিত হয় টাকার জন্য। তাই আপনারা যদি ওদের তোলা দিতে না চান, শুধু একটু সাহস রাখুন, চোখে চোখ রেখে কথা বলুন এবং প্রয়োজনে ‘হিজড়ে অত্যাচার বিরোধী কমিটির’ সাথে ৮৯২৭৭৯৩৬০০ এই নাম্বারে যোগাযোগ করুন। দেখবেন ওরা কেটে পড়েছে। কারণ আইন ওদের জোর করে তোলা তোলার জন্য কোন লাইসেন্স দেয়নি। জনসাধারণের  বক্তব্য  যে ওরাও মানুষ। তাই তৃতীয়  লিঙ্গের অধিকার  নিয়ে কিছু বলার নেই। প্রয়োজনে ওরা সরকারের কাছে কাজের  দাবি  জানাক। কিন্ত এই তোলাবাজির তীব্র প্রতিবাদ  জানাচ্ছি। হিজড়েরা বাড়িতে গিয়ে এইভাবে জোরজুলুম করলে আপনারা ৮৯২৭৭৯৩৬০০ এই নাম্বারে যোগাযোগ করুন, কিছু না কিছু সহযোগিতা পাওয়া যাবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।