বুদ্ধদেব কোলে: বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বুনো হাতির দল। দাঁতেলাদের তাণ্ডবে অতিষ্ট গ্রাম। ১৪ টি বুঁনো হাতির একটা দল লোকালয়ে এসে জমির ফসল, ধানের গোলা নষ্ট করছে। ক্ষতির মুখে কৃষকরা। চন্দ্রকোনা থানার ভগবন্তপুর-১, ভগবন্তপুর-২, ও বসনছোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬ জানুয়ারী রাতে হাতির দলটি ঢুকে পড়ে। তারা পিড়ালা, পানিছোড়া, বারিন্যা, কোল্লা, খুড়সি, ধুলাডাঙা, ঘোষকিড়ার মত বড় এলাকা জুড়ে জমির আলু অবাধে নষ্ট করেছে বলে জানা গেছে। এলাকার কৃষক বিশ্বনাথ ঘোষ, সুনীল ঘোষ, নানক সিং ও স্বরুপ মণ্ডলরা বলেন, আলু প্রায় ওঠার মুখে, এই মূহুর্তে হাতির দলটি এখানকার সমস্ত চাষিদের ক্ষতি করেছে। অনেকেই বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জানা গেছে চালঘোরি ও আমশোল জঙ্গল থেকে বুনো হাতির দল মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে পঢ়ে, অনেক সময় আতঙ্কের মোধ্যে থাকতে হয় এখানকার বাসীন্দাদের।