এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ সারাতে গিয়ে বিপত্তি ঘটল, মর্মান্তিক পরিণতি যুবকের

Published on: September 8, 2024 । 9:55 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার পাঁচগেছিয়ায় আজ রবিবারের সন্ধ্যায় এমনই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। মৃত যুবকের নাম অরূপ সামন্ত(৩৬)। বাড়ি ওই থানারই নিশ্চিন্তপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যায় ঝড়-বৃষ্টির জেরে এলাকার একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। রূপাই ইলেকট্রিকের কাজ জানত এবং তার মাইক জেনারেটরের ব্যবস্থা রয়েছে। তাই তিনি ছিঁড়ে যাওয়া তার সারানোর জন্য যান। আর তাতেই ঘটে বিপত্তি। ইলেকট্রিক শক লেগে মারা যান তিনি।

 

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]