কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: খবর প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই ঘাটালের বৃন্দাবনচক [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এলাকায় ইলেকট্রিক তার মেরামতের কাজ শুরু করলো বিদ্যুৎ দপ্তর। ঘাটালের বৃন্দাবনচক এলাকায় বিদ্যুতের তার ঝুলে থাকার অভিযোগ ছিল ওই এলাকার মানুষের বহুদিনের। বিদ্যুৎ দপ্তরের উপর ক্ষোভ দিন দিন বাড়ছিল। এলাকাবাসী ক্ষোভ উগরে দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে। তাঁদের অভিযোগ ছিল, প্রাণের ঝঁকি নিয়ে ঝুলে থাকা ইলেকট্রিক তার এড়িয়ে এখানকার মানুষজন জমিতে কৃষিকাজ করতে যান। প্রাণহানির আশঙ্কায় ঝুলে থাকা তারের নীচের কৃষিজমিগুলি পতিত হয়ে পড়ে রয়েছে। এতদিন বিদ্যুত দপ্তরে জানিয়েও কোনও কাজ হয়নি বা জেনেও মেরামতের কোনও উদ্যোগ নেইনি সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। স্থানীয় সংবাদ সহ রাজ্য স্তরের বিভিন্ন পত্রিকায় সেই খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসলো বিদ্যুত দপ্তর। তড়িঘড়ি ঠিকাদার নিয়োগ করে বীরসিংহ স্টেশন ম্যানেজার নিজে উপস্থিত থেকে ২০-২৫ জনের একটি টিম ১৬ টি খুঁটি নিয়ে কাজ শুরু করে ওই এলাকায়, কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা।