এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্লাস চলাকালীন বেরিয়ে এল বিশালাকৃতির চন্দ্রবোড়া

Published on: September 9, 2019 । 4:38 PM

ক্লাস চলাকালীন স্কুলের মধ্যে বিষধর সাপ! আজ দাসপুর ১ নম্বর ব্লকের রঘুনাথপুর সরোজ মোহন স্মৃতি বিদ্যালয়ে এক বিশালাকার বিষধর চন্দ্রবোড়া সাপ দেখে আতঙ্ক ছড়াল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে।

বিদ্যালয় সূত্রে জানাগেছে বিদ্যালয়ের এক অংশ ভাঙার কাজ চলাকালীন হঠাৎ প্রায় পাঁচ ফুট দীর্ঘ এই চন্দ্রবোড়া সাপটি বেরিয়ে পড়ে,এবং লাফাতে থাকে।

সাপটি যথেষ্ট মোটা, সাপটিকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না।এমন ভয়ানক সাপ দেখে ততক্ষণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছোটাছুটি শুরু করেদিয়েছে। অগত্যা কর্মরত শ্রমিকরা সাপটিকে মেরে ফেলে।

বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব আলু জানান পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে,যেকোনো মূহুর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত,হয় সাপের কামড় নয়তো ছাত্রছাত্রীদের জখম হওয়া। বনদপ্তরের কর্মীদের আসার অপেক্ষা করা গেল না।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now