চন্দ্রকোণায় কাগজ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন কলেজ ছাত্র

বাবলু সাঁতরা: কাগজের ক্ষুদ্র দুর্গা বানিয়ে তাক লাগালেন চন্দ্রকোণার এক কলেজ ছাত্র। উপকরণ বলতে কাগজ,আঠা আর রং। এই সামান্য কিছু উপকরণ দিয়েই দেবী দুর্গা সহ গণেশ, লক্ষ্মী,সরস্বতী,কার্তিকের মূর্তি বানিয়ে পঞ্চমী পূজোর আবহে মাতলেন এক শিল্পী। নাম শুভজিৎ প্রামাণিক। বাড়ি চন্দ্রকোণা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড রঘুনাথপুর গ্রামে। ছোট থেকেই খুদ্র শিল্পকর্মে দক্ষ শুভজিৎ। তিনি ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পকর্ম সৃষ্টি করে নজর কেড়েছেন সকলের। কখনও কাগজ আবার কখনও পেন্সিলের শিসে ফুটে উঠেছে তাঁর হাতের জাদু। ইতিপূর্বে ছিনিয়েও নিয়েছে ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ড’। আজ মহাপঞ্চমী,পাঁচ দিন ধরে কঠোর পরিশ্রম করে শুভজিৎ আজকে সপুত্র দেবী দুর্গার কাগজের মূর্তির কাজ সম্পন্ন করেছেন।ই তিমধ্যেই অনেকেরই বাহবা কুড়িয়েছেন বিএড পাঠরত এই শিল্পী। চন্দ্রকোণা থেকে বাবলু সাঁতরার রিপোর্ট। আমি… স্থানীয় সংবাদ ঘাটাল।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।