এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

করোনা আবহেই বড়শিমূলিয়ায় দুর্গা পুজোর সূচনা হচ্ছে, হল খুঁটি পুজোও

Published on: October 2, 2020 । 7:21 PM

তৃপ্তি পাল কর্মকার:এই করোনা পরিস্থিতেই  দাসপুর থানার বড়শিমূলিয়াতে নতুন করে দুর্গাপুজোর সূচনা করা হচ্ছে। বড়শিমূলিয়া কাঠপোল কমিটির উদ্যোগে এবছর থেকে পুজো হবে।  প্রথম বর্ষের দুর্গাপুজোর খুঁটিপুজো হল আজ ২ অক্টোবর। কমিটির সম্পাদক তপন জানা সভাপতি সুধীর জানা বলেন, দেশে তখন করোনা পরিস্থিতি ছিল না। বহু আগে থেকেই এই বছর পুজো শুরুর পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই এবছর থেকে পুজো শুরু করা হচ্ছে।  তবে করোনা পরিস্থিতিতে খুব আড়ম্বরে পুজো হবে না। সাদামাটাভাবে ছোটোখাটো বাজেটেই শুরু হচ্ছে আমাদের পুজো। পুজো কমিটির সহ সভাপতি তাপস জানা বলেন, আমাদের এই পুজোতে সারা গ্রামবাসীদের উৎসাহ ও সমর্থন দেখে খুব ভালো লাগছে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে আগামী দিনে থিম সহকারে পুজো করার ইচ্ছে রয়েছে।ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now