এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দূরন্ত কালবৈশাখী:দাসপুরে উড়িয়ে নিয়ে গেল বাড়ির আস্ত চাল

Published on: April 23, 2020 । 6:27 PM

কালবৈশাখীর তান্ডবে উড়ে গেল বসতবাড়ির চাল। দাসপুর থানার সরবেরিয়া-২ গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর গ্রামের মোহন মাজীর বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়েগেছে কালবৈশাখী। মোহনবাবু জানিয়েছেন আজ বৃহস্পতিবার বিকেলে হঠাৎই দমকা হাওয়া শুরু হয়।

ক্ষনিকের মধ্যেই হাওয়ার গতিবেগ বীভৎস আকার নেয়। সাথে শুরু বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। মাটির বাড়ির চাল ভেঙে পড়ায় মাথায় হাত গৃহকর্তার। এই লকডাউনের মধ্যে চাল মেরামত করাও দুরূহ। এমন অবস্থায় তিনি চাইছেন প্রশাসনের সহায়তা। (ছবি-প্রেমদীপ পাল)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭