নিজস্ব সংবাদদাতা: ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল কর মারা গেলেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে তিনি কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বেলা ৩টা ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর বাড়ি ঘাটাল শহরের কোন্নগরে। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী,পুত্র এবং কন্যা সহ অন্যান্য পরিজনদের।
প্রসঙ্গত রসায়নের শিক্ষক হিসেবে ১৯৮০ সালে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে যোগদান করেন। ১৯৯৮ সালে ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০০সাল থেকে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন। ২০১৩ সালে অবসর গ্রহণ করেন। প্রধান শিক্ষক থাকাকালীন তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে স্কুলের অনুষ্ঠানে এনেছিলেন। দুলালবাবুই ঘাটাল মহকুমায় প্রথম শিক্ষারত্ন পুরষ্কার পান। তিনি শিক্ষকতার পাশাপাশি নানান সামাজিক, বিজ্ঞান বিষয়ক এবং কুসংস্কার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে ঘাটাল শহরের শোকের ছায়া নেমে আসে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।