নিজস্ব সংবাদদাতা: রাস্তার ধারে আকাশ থেকে পড়ল যন্ত্রাংশ। এনিয়েই আজ ৬ সেপ্টেম্বর গভীর চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোণার বালা গ্রামে। রাতেই কৌতূহলীরা ওই যন্ত্রাশংটি দেখার জন্য ভিড় করেন। স্থানীয়রা বলেন, যন্ত্রাংশটি সাদা সুতোর মতো কিছুতে জড়ানো অবস্থায় রাস্তার ধারে হঠাৎ করে পড়ে। যন্ত্রটিতে আলোও জ্বলছিল। যন্ত্রাংশটি নিয়ে যে যার মনগড়া গল্পও তৈরি করছেন। বিষয়টি চন্দ্রকোণা থানার পুলিশকেও জানানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থলে রওনা দিয়েছে। এই বিষয়ে ঘাটাল ব্লকের রত্নেশ্বরবাটি নেতাজি হাইস্কুলের প্রধান শিক্ষক তথা ভূগোলের শিক্ষক অমল দাস কর্মকার বলেন, এটা মহাকাশ গবেষণার জন্য কিছু যন্ত্রাংশ হলেও হতে পারে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।