এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জেলা সফরে মুখ্যমন্ত্রী,পানীয় জল চেয়ে বিক্ষোভ চন্দ্রকোণায়

Published on: May 18, 2022 । 11:10 AM

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: মুখ্যমন্ত্রী জেলা সফরে, তারি মাঝে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় নয় মাস ধরে তাদের পানীয় জলের সমস্যা, বার বার প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের জানিয়েও পানীয় জলের সমস্যা না মেটায় চন্দ্রকোণা থেকে পলাশচাবড়িগামী গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। এদিন হাঁড়ি, কলসি নিয়ে রাস্তায় বসে পড়ে গ্রামের মহিলা থেকে ছোট ছোট বাচ্চারা। সকলেরই দাবি, পানীয় জলের সমস্যা না মিটলে তাদের এই অবরোধ চলবে। আর এই অবরোধের জেরে দেখা দিয়েছে যানজট, আটকে গিয়েছে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার গাড়ি। অবরোধ তুলতে ঘটনাস্থলে চন্দ্রকোণা প্রশাসন। দীর্ঘক্ষণ ধরে অবরোধ, খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও অমিত ঘোষ ও চন্দ্রকোণা থানার পুলিশ।

বিডিওর আশ্বাস দ্রুত গ্রামে পানীয় জলের একটি পাম্প বসানো হবে সাথে থাকবে জলের ট্যাঙ্ক। এই আশ্বাসেই অবরোধ ওঠে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now