এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পানীয় জলের সমস্যা আমাদের খবরের জেরে দেবের হস্তক্ষেপ

Published on: January 4, 2023 । 11:37 PM

সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে পানীয় জলের সমস্যা, গ্রামের মানুষের ভোট বয়কটের পোস্টার। দেবের কানে যেতেই এলাকায় জলের গাড়ি নিয়ে দেবের প্রতিনিধি পাশাপাশি বিডিও। আশ্বাস পেয়ে গ্রামবাসীরা খুলে দিলেন ভোট বয়কটের পোস্টার।

দাসপুরে পানীয় জলের সমস্যায় শতাধিক মানুষ, গ্রামের এক অংশের মানুষের ভোট বয়কটের ডাক। পাড়ায় পাড়ায় ভোট বয়কটের পোস্টার। পানীয় জল থেকে যাতায়াতের রাস্তার বেহাল দশা। আমরা টিম স্থানীয় সংবাদ তুলে ধরি সেই খবর। প্রকাশ্যে আসে দাসপুরের গোবিন্দনগরের দাস, বেরা বা আদক পাড়ার মত একাধিক পাড়ার পানীয় জল থেকে রাস্তার বেহাল অবস্থা। সে খবর পৌঁছায় ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের কাছে। সাথে সাথে মূলত দেবের নির্দেশে আজ বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছালেন দাসপুর ১ বিডিও বিকাশ নস্কর পাশাপাশি দেবের প্রতিনিধি হিসেবে তৃণমূল নেতা কৌশিক কুলভী। প্রথমে ওই প্রতিনিধি দল গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেও আগামী ১৫ দিনের মধ্যে এলাকার পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান সাথে এলাকায় রাস্তার ব্যবস্থার আশ্বাসে ভোট বয়কটের পোস্টার খুলে ফেলেন গ্রামবাসীরা। বিডিও বিকাশ নিস্কর নিজে ওই এলাকার মানুষদের হাতে জলের পাউচ তুলে দেন। জানান দ্রুত এলাকার এই পানীয় জল সাথে রাস্তার সমস্যার সমাধান হবে। অন্যদিকে দাসপুরের তৃণমূল নেতা কৌশিক কুলভী জানান, খবরের মাধ্যমে ওই এলাকার জলের সমস্যার কথা জেনে ঘাটালের সাংসদ দেব তাঁদের নির্দেশ দেন দ্রুত সমস্যার সমাধান করার। কৌশিকবাবু আরও জানান, ওই এলাকায় জলের সমস্যা অনেকদিনের ছিল। তৃণমূল ক্ষমতায় এসেই ওই এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করে। কিন্তু বর্তমানে জলের স্তর অনেক নীচে নেমে যাওয়া পাশাপাশি গ্রামেরই কিছু মানুষ লুকিয়ে মোটর দিয়ে জল তোলায় গ্রামের অনেক পাড়া সে জল প্রয়োজন মত পাচ্ছে না। কিছু দিনের মধ্যেই ওই এলাকায় পানীয় জলের স্থায়ী ব্যবস্থা তাঁরা করে দেবন। অন্যদিকে গ্রামবাসীদের বক্তব্য, সমস্যার সমাধানের আশ্বাস মিলেছে তাই ভোট বয়কটের পোস্টার খোলা হল। সময়ের মধ্যে কাজ না হলে আবার তাঁরা ভোট বয়কটের দিকেই যাবেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা